চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা হচ্ছে মাত্র কয়েক মিনিটেই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মাত্র কয়েক মিনিটেই চোরাই মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করা হচ্ছে। এরপর সেই মোবাইল ফোন চলে যাচ্ছে অপরাধীদের হাতে। চট্টগ্রামে এমন চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুরে সিএমপি দক্ষিণের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। শুধু তাই নয়, আইফোনসহ বিভিন্ন নামি-দামি ব্রান্ডের মোবাইল সেট সফটওয়্যার টেম্পারিংয়ের মাধ্যমে ব্যবহার উপযোগীও করতে পারে চক্রটি। চোর ও ছিনতাইকারী থেকে শুরু করে বিক্রেতাদের সমন্বয়ে গড়ে উঠেছে সিন্ডিকেট। নগরীর রেয়াজউদ্দিন বাজার, তামাকুমন্ডি লেনসহ বিভিন্ন দোকানে এসব চোরাই পণ্য বিক্রি হচ্ছে অহরহ। গতকাল দিনভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম সদস্য সাজ্জাদ, হাবিবুল্লাহ মিজবাহ ও রাশেদকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে ১১৭টি মোবাইল সেট, ৩টি ল্যাপটপসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।