চোরাগোপ্তা হামলা করে সরকার হটানো যায় না : আ’লীগ নেতাকর্মীরা

- আপডেট সময় : ০৮:২৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
- / ১৭২৫ বার পড়া হয়েছে
বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে এখন থেকে শুধু দিনে নয়, রাতেও অলিগলি পাহারা দেয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মিরা। রাজধানীর বিভিন্ন এলাকায় অবরোধ বিরোধী শান্তি সমাবেশ ও মিছিলে তারা আরও বলেন, চোরাগোপ্তা হামলা করে সরকার হটানো যায় না। আর বিএনপিকে দেশছাড়া করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
বিএনপি জামায়াতের চতুর্থ দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিন রাজধানীতে শান্তি সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। পল্টন মুক্তাঙ্গনে যুবলীগ আয়োজিত সমাবেশে সংগঠনের চেয়ারম্যান বলেন, আগুণ সন্ত্রাস করায়, বিএনপির রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বঙ্গবন্ধু এভিনিউতে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এসময় শাহে আলম মুরাদ বলেন, বিএনপিকে প্রত্যাখ্যান করেছে জনগন। একই স্থানে শান্তি সমাবেশে স্বেচ্ছাসেবক লীগ নেতারা বলেন, নির্বাচন পর্যন্ত রাজপথ পাহারা দিতে হবে।
সবুজবাগে অবরোধ বিরোধী শান্তি সমাবেশে বক্তারা বলেন, জনসমর্থন না থাকায়, কর্মসূচি দিয়ে রাজপথে নেই বিএনপি। লালবাগ-আজিমপুরে ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে মিছিল ও শান্তি সমাবেশ হয়। আগামীতেও নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে সরব থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।