চোরাচালান বন্ধে বেনাপোল রেল স্টেশনে যৌথ বাহিনীর অভিযান
- আপডেট সময় : ০২:৫৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ‘বন্ধন এক্সপ্রেস’-এর চোরাচালান নিয়ে এসএটিভিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর, বেনাপোল রেলষ্টেশনে বিশেষ যৌথ অভিযান চালায় রেব, কাস্টমস ও বিজিবি।
অভিযানে বিপুল পরিমানে বিদেশি মদ, শাড়ি, কম্বল, সিগারেট, কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। সাধারণ যাত্রীরা এতে স্বস্তি জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, চোরাচালান রোধে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।
বন্ধন এক্সপ্রেস ট্রেন’কে চোরাচালের পণ্য আনায় ব্যবহার করতো চোরাকারবারীরা। এ নিয়ে ২৭ জানুয়ারি শুক্রবার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয় দর্শকনন্দিত চ্যানেল- এসএটিভিতে।
এ ঘটনায় টনক নড়ে প্রশাসনের। শুরু হয় দৌঁড়ঝাপ। মাত্র একদিন পরই, রোববার বেনাপোল রেলষ্টেশনে শুরু হয় চোরাচালান বিরোধী সাড়াষি অভিযান।
বেনাপোল কাস্টমস ও বিজিবিকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালায় যশোর রেব-৬। তল্লাশী চালিয়ে রেব ব্যাগেজ থেকে উদ্ধার করে বিপুল পরিমান বিদেশী মদ, চকলেট, বিস্কুট, পারফিউম ও বিভিন্ন কসমেটিক্স সামগ্রি।
অভিযানে বিজিবি চোরাকারবারীদের কাছ থেকে বিদেশী মদ, শাড়ী, থ্রি-পিচ, কম্বল, ফেসওয়াস, ক্রীম, চকলেট ও কসমেটিক্স সামগ্রী আটক করে। আর বেনাপোল কাস্টমস উদ্ধার করে বিভিন্ন ব্রান্ডের বেনসন সিগারেট ও লাইট, ১৮ বোতল মদ ও ক্রীম।
যৌথ অভিযানে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারন পাসপোর্ট যাত্রীরা। কোনো হয়রানি ছাড়াই তারা নিরাপদে ইমিগ্রেশন ও কাস্টমস সম্পন্ন করেন। যাত্রীরা বলছেন, এমন অভিযান অব্যাহত থাকলে চোরাকারবারীদের তৎপরতা বন্ধ হবে; মানুষ স্বাচ্ছ্যন্দে যাতায়াত করতে পারবে।
বন্ধন এক্সপ্রেস ট্রেনে চোরাচালান বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করার কথা জানায় রেব।
ভবিষ্যতেও চোরাচালান বিরোধী অভিযান চালানো হবে বলে জানান কাস্টমস কর্মকর্তা।