চোর সন্দেহে জুলহাস হাওলাদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৬:১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা এলাকায় চোর সন্দেহে জুলহাস হাওলাদার নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা ওই যুবককে পেটান বলে অভিযোগ উঠেছে।
খবর পেয়ে জুলহাসের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে। পরে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পদ্মা সেতু প্রকল্পের কাজে নিয়োজিত নয় কর্মীকে আটক করেছে পুলিশ। গেলরাতে কুমারভোগ এলাকার সেতুর রেলওয়ে পিলারের কাছে এ ঘটনা ঘটে। বাকি অভিযুক্তদের আটকের চেষ্টাও চলছে। নিহত জুলহাস উপজেলার কুমারভোগ এলাকার বাসিন্দা। শ্রীনগর-লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, পদ্মা সেতুর এফ-৪ পিলারের নিচে ওই যুবককে পেটান নিরাপত্তা কর্মীরা। এতে ওই যুবকের মৃত্যু হয়। ঘটনা জানার পরপরই অভিযানে নামে পুলিশ।