চৌদ্দ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে পদ্মাসেতু
- আপডেট সময় : ০৯:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১৭৩৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গেল ১৪ বছরে বিএনপির আন্দোলনকে ম্লান করে দিয়েছে এক পদ্মাসেতু। তিনি বলেন, নেতিবাচক মনোভাবের কারনে বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমেছে। সকালে বনানী সেতু ভবনে পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত পদ্মা সেতুর টোল থেকে প্রায় ৮শ কোটি টাকা আয় হয়েছে ।আর দৈনিক গড় আয় ২ কোটি ১৮ লাখ টাকা । এস কে সৌরভের প্রতিবেদন।
গেল বছরের ২৫ জুন বর্ণাঢ্য আয়োজনে যান চলাচলের জন্য পদ্মা সেতুর দ্বার উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে যোগাযোগ ব্যব্স্থার উন্নয়নের পাশাপাশি যোগ হয় রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চমাঞ্চলে যোগযোগের নতুন মাত্রা।
পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তিতে সেতু ভবনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সেতুবিভাগ। এতে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি জানান, পদ্মা সেতুতে প্রতিদিন গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন চলাচল করে। আর উদ্বোধনের পর থেকে গতকাল ২৪ জুন পর্যন্ত যানবাহন চলাচল করেছে ৫৬ লাখ ৭৫ হাজার।
পদ্মাসেতুকে দেশের সক্ষমতার প্রতীক উল্লেখ করে, সেতু নির্মাণে বিএনপিসহ বিরোধীতাকারিদের সমালোচনা করেন সেতুমন্ত্রী।
পদ্মাসেতুকে জাতীয় সম্পদ উল্লেখ করে তা সংরক্ষণে সকলকে যত্নবান হওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।