চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রাতে মাঠে নামবে চেলসি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে রাতে মাঠে নামবে চেলসি।প্রতিপক্ষ লিল। রাতের অন্য ম্যাচে ভিয়ারিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস।
মালিক রাশিয়ান হওয়ায় মাঠের বাইরে নানা নিষেধাজ্ঞা চেলসির উপর। তবে মাঠের খেলায় এর কোন প্রভাব পড়বেনা বলে জানিয়েছেন চেলসি কোচ টুখোল। প্রথম লেগের ২-০ গোলের জয় ম্যাচে এগিয়ে রাখবে চেলসিকে। এছাড়া নিজেদের শেষ চার ম্যাচে জিতে দারুন ছন্দে ব্লুজরা। প্রথম লেগের ম্যাচে না খেললেও এ ম্যাচে দেখা যেতে পারে চেলসি স্ট্রাইকার রোমেলু লুকাককে। অন্যদিকে ইনজুরির কারনে এ ম্যাচে অনিশ্চিত দুই লিল তারকা রেনাটো সাঞ্চেস ও রিচ জেমস। অন্যদিকে শেষ আটের টিকিট পাওয়ার লক্ষে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।