ছয় বছরের ব্যবধানে সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা
- আপডেট সময় : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে শেষ হয়েছে বাঘ গণনা। প্রাথমিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ জরিপে বাঘের সংখ্যা বৃদ্ধির আভাস মিলেছে। ফলাফল প্রকাশ করা হবে আগামী মাসে। বনবিভাগ বলছে, ৬ বছরের ব্যবধানে বেড়েছে বাঘের সংখ্যা। এ পটভূমিতে আজ পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। এদিকে আরেক গবেষণায় দেখা গেছে, বাঘের অঙ্গপ্রত্যঙ্গ চোরাচালানে বাংলাদেশ হয়ে উঠছে হটস্পট। সুন্দরবনের অন্যতম আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনের ভারসাম্য ধরে রাখতে সবার উপরে তাদের ভূমিকা। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট রেঞ্জের ৬৩৯টি গ্রিডে ক্যামেরা বসিয়ে সংগ্রহ করা হয় ছবি। এসব ছবির তথ্য-উপাত্ত নিয়ে নিয়ে এখন চলছে বিশ্লেষণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, বাঘের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর সুরক্ষা, প্রজনন সক্ষমতা বৃদ্ধি ও বাঘের শিকার প্রাণীর সংখ্যা বাড়াতেও কাজ করতে হবে বন বিভাগকে। চোরা শিকারি, বনদস্যুদের দাপট, অভয়ারণ্যে অবাধ যাতায়াত, প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে গত কয়েক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা কমছিল। কমছিল বাঘের শিকার প্রাণীর সংখ্যাও। সবশেষ ২০২৮ সালে বাঘ জরিপে সুন্দরবনে ১১৪টি বাঘের সংখ্যা পাওয়া যায়। এদিকে একটি গবেষণা প্রতিবেদনে প্রথমবারের মতো উঠে এসেছে, বাংলাদেশেও বাঘের অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচার বাজার গড়ে উঠেছে।ভারত, মিয়ানমারসহ কয়েকটি দেশ থেকে আসছে অঙ্গপ্রত্যঙ্গ ও জীবিত বাঘের বাচ্চা। মূলত বাংলাদেশ হয়ে তা পাচার হয় অন্য দেশে।