ছাত্রদলের সমাবেশে আবারও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ মির্জা ফখরুলের
- আপডেট সময় : ০৮:৪২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পদ্মা সেতু হওয়ায় বিএনপির গা জ্বালা নেই। জ্বালা হচ্ছে এ খাত থেকে সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করায়। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছাত্রদলের সমাবেশে আবারও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল।
গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে জিয়া পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির সূচনা বক্তব্যে বিএনপি মহাসচিব ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে আবারও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি অভিযোগ করেন, সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।
জিয়াউর রহমানের দীর্ঘ জীবনের স্মৃতিচারণ করে, তার আদর্শে কাজ করার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর