ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজের হোস্টেল বন্ধ
- আপডেট সময় : ১২:১৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজের হোস্টেল বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে রাতেই ছাত্রদের ক্যাম্পাস ছেড়ে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। কলেজ কর্তৃপক্ষের নির্দেশে আজ দিনের মধ্যে হল ছাড়তে হবে ছাত্রীদের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্তকে কেন্দ্র করে ময়মনসিংহে সরকারি আনন্দ মোহন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গুলি বিনিময় এবং হাতাহাতির ঘটনা ঘটে। শুক্রবার রাতেই আনন্দ মোহন কলেজ শাখা ছাত্রলীগ প্রতিবাদ জানিয়ে কলেজ গেটের সামনে মানববন্ধন করে। সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে শনিবার সকাল থেকেই কলেজ শাখা ছাত্রলীগের একটি অংশ ক্যাম্পাসে অবস্থান নেয়। দুপুরের দিকে জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বহিরাগতদের নিয়ে কলেজে প্রবেশ করলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে উত্তেজনা সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে। কলেজ ছাত্রলীগের অভিযোগ জেলা ছাত্রলীগের একটি গ্রুপ কলেজে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের ওপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।