ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে ও দোষিদের গ্রেফতারের দাবিতে চবিতে ধর্মঘটের ডাক
- আপডেট সময় : ০৪:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
ছাত্রলীগের দুই নেতাকে মারধরের প্রতিবাদে ও দোষিদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইট অবরোধ করে বিক্ষোভ করছে সংগঠনের একাংশের নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরে তালা ও নগরীর বটতলী রেলওয়ে স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ কারণে বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক ও স্টাফ বাস ছেড়ে যায়নি। এছাড়া শাটল যাতায়াত বন্ধ থাকায় শিক্ষার্থীরাও ক্যাম্পাসে আসতে পারেনি। যারা বাসে ক্যাম্পাসে আসার চেষ্টা করেছে তাদেরও বিশ্ববিদ্যালয়ে এসে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে এখন পর্যন্ত ক্লাস ও পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছাত্রলীগ নেতাকর্মীরা জানায়, যতক্ষণ পর্যন্ত দোষীদের চিহ্নত করে আইনের আওতায় আনা হবে না, ততক্ষণ এই কর্মসূচি অব্যাহত থাকবে।