ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন আহত হয়েছে।
দুপুরে গাংনী হাসপাতাল বাজারে এ ঘটনা ঘটে। ছাত্রলীগ নেতাকর্মীরা জানান, গাংনী উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা নিয়ে বেশ কিছুদিন থেকে দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জের ধরে সাড়ে এগারটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সোহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ও জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুস সামাদ বাঁধন গাংনী উপজেলা শহরে বিরোধের বিষয়ে খোঁজ নিতে যান। এসময় ছাত্রলীগের ইমরান-হাসিব পক্ষের লোকজন সেন্টু-শিশির পক্ষের নেতাকর্মীদের উপর চড়াও হয়। এতে দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হলে অন্তত ৫ জন জখম হয়।