ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের জেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
ছাত্রলীগের দুই গ্রুপের দফা দফায় সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার। তিনি বলেন, ছাত্র সংঘাতের কারণে একাডেমিক কমিটির সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। সকল শিক্ষার্থীকে সন্ধ্যার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ঘটনায় ড. মতিউর রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এতে তিন জন আহত হয়।