ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিএম কলেজে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ভারতে আন্দোলনরত শিক্ষার্থী এবং ডাকসু ভিপি নুরুল হক নুরুসহ সাধারন শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সরকারি বিএম কলেজে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করা হয়েছে।
বেলা সাড়ে ১২টার দিকে ‘বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিএম কলেজ শাখার উদ্যোগে ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের সামনের সড়কে শেষ হয়। পরে একই দাবিতে সেখানে তারা মানববন্ধন করে। এ সময় বক্তব্য রাখেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের রনি খন্দকার, রেজাউল করিম এবং হিসাব বিজ্ঞান বিভাগের জিয়াউল হাসানসহ আন্দোলনরত শিক্ষার্থীরা।