ছাত্রলীগ নেতার ছোঁড়া গুলিতে তারই সহযোগী আবুল হোসেন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
সাভারে জাবি ছাত্রলীগ নেতার ছোঁড়া গুলিতে তারই সহযোগী আবুল হোসেন নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রভাষক মনসুর আলী জানান, তার বাড়ির সামনে র্দীঘ দিন মাদক ব্যবসা পরিচালনা করতেন শামীম ও তার সহযোগীরা । বৃহস্পতিবার রাতে মাদক বেচা-বিক্রিতে বাঁধা দেন তিনি। এতে ক্ষিপ্ত হন শামীম ও তার সহযোগীরা। এ সময় শামীম ও তার সহযোগীদের সাথে বাক-বিতন্ডা হয় তার। এক পর্যায়ে শামীম উত্তেজিত হয়ে পিস্তল বের করে তিন রাউন্ড গুলি ছোঁড়ে। যার একটি গুলি মাদক বিক্রেতা আবুল হোসেনের ডান হাতে গিয়ে লাগে। পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহত ব্যক্তি পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।