ছিনতাইকারী ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় ৩ জন পুলিশ নিহত
- আপডেট সময় : ০৬:২৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে ছিনতাইকারী চক্রকে ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে তিন পুলিশ কনস্টেবল। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ আহত আরো তিনজন। সকালে সীতাকুণ্ডের ফকিরহাট রেলগেটে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলছেন, গেটম্যানের গাফিলতিতে দুর্ঘটনা ঘটেছে। এদিকে আহতদের একজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মুষলধারে বৃষ্টির মধ্যে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রকে ধরতে অভিযানে নামে সীতাকুন্ড থানার এসআই সুজন শর্মার নেতৃত্বে একদল পুলিশ। কিন্তু অভিযানটি সফল হয়নি। ফকিরহাট রেলগেইট পার হওয়ার সময়, ঢাকা থেকে ছেড়ে আসা সোনারবাংলা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে পুলিশ বহনকারী গাড়িটির। মুহুর্তেই সেটি দুমড়ে মুচরে যায়। ভেতরে থাকা পুলিশ সদস্যদের নিথর দেহ ছিটকে পড়ে কয়েকশোগজ এলাকা জুড়ে।
গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্য শাহাদাতসহ ৬ পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এস্কান্দার আলীসহ ৩ জনকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সচিব জানান, ফকিরহাট রেলগেটে নির্ধারিত দুজন গেইটম্যান থাকলেও মাঝে মধ্যেই তারা কর্মস্থলে থাকেন না। সময়মত গেট না ফেলায় ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা।
এলাকাটি চেনার সুবিধার্থে অভিযানের আগে স্থানীয় ইউপি সদস্য শাহাদাৎ হোসেনকে গাড়িতে তুলে নেয় পুলিশ। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন তিনিও।