ছিনিয়ে নেয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ধরতে সীমান্তে রেড এলার্ট
- আপডেট সময় : ০৫:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ঢাকার আদালত চত্বর থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দেশের সীমান্ত জেলাগুলোর স্থলবন্দরে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবি। দেশের আদালতে প্রাঙ্গণে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্ক রয়েছে পুলিশ ও বিজিবি। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ জানায়, ঢাকার আদালত চত্বর থেকে পালানো দুই জঙ্গির ছবি ও ঠিকানা কালো তালিকাভূক্ত করে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বিজিবি অধিনায়ক জানান, প্রতিটি বিওপিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।
সাতক্ষীরার সীমান্ত এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। ভারতগামী যাত্রীদের অধিকতর সতর্কতার সাথে পারাপার করতে দেয়া হচ্ছে। একই সাথে সাতক্ষীরার ২৩৮ কিলোমিটার জল ও স্থল সীমান্তে বিজিবি’র নজরদারি বাড়ানো হয়েছে।
যশোরের বেনাপোল চেকপোস্টে রেড অ্যালার্ট জারি আছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
পলাতক জঙ্গিদের ধরতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর চেকপোষ্টে রেড এলার্ট চলছে। বিভিন্ন সীমান্ত পথে পুলিশ ও বিজিবি একাধিক চেক পোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছে।
এদিকে, বরিশালের আদালতপাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রবেশাধিকার সংরক্ষিত করার পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। বিএমপি কমিশনার জানান, পুলিশের সংখ্যা আগের মতোই আছে। তাদের কার্যক্রম পর্যবেক্ষন করছে সিনিয়র কর্মকর্তারা।
দিনাজপুর আদালত প্রাঙ্গনেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ। আদালতের গেইটে বসানো হয়েছে চেকপোস্ট।