ছুটির দিনে শিশুপ্রহর ছিলো কোমলমতি শিশুদের পদচারণায় মুখর

- আপডেট সময় : ১০:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে শিশুপ্রহরে অমর একুশে বইমেলায় সকাল থেকেই ছিলো কোমলমতি শিশুদের পদচারণায় মুখর। অভিভাবকরা বলছেন, এমন আয়োজন শিশুদের মেধা বিকাশে ভূমিকা রাখবে। ছুটির দিনে ক্রেতা-দর্শকের উপস্থিতিতে মেলা প্রাঙ্গন জমজমাট হয়ে ওঠার পাশাপাশি বিক্রি নিয়েও সন্তোষ জানান বিক্রেতারা।
অমর একুশে বইমেলার ১৮তম দিনে শুক্রবার ছুটি থাকায় সকাল থেকে জমজমাট ছিলো মেলা প্রাঙ্গন।
বেলা সাড়ে ১১টায় শিশুপ্রহরের মূল আয়োজন সিসিমপুর শুরু হলে উচ্ছ্বাসে মেতে ওঠে কোমলমতি শিশুরা।
মূল আকর্ষণ ছিল সিসিমপুরের ইকরি, শিকু আর হালিম। সরাসরি এসব চরিত্র দেখে আনন্দের যেন শেষ নেই বইমেলার ক্ষুদে পাঠকদের।
করোনায় দীর্ঘ সময় ঘরবন্দি থাকার পর শিশুদের এই আনন্দ দেখে সন্তুষ্ট অভিভাবকরাও।
এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা।
বইমেলায় শিশুদের এই আয়োজন তাদের মেধা বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এদিকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বইমেলা পরিনত হয় পাঠক, দর্শণার্তীদের মিলনমেলায়। রং বেরংয়ের সাজে উপস্থিতি দর্শনার্থীরাও। মেলায় এসে তারা জানালেন অনুভূতির কথা।
বেচাকেনা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানালেন ক্রেতা-বিক্রেতা ও লেখকরা।
এ পর্যন্ত প্রায় দুই হাজারের মতো নতুন বই মেলায় এসেছে বলে বাংলা একাডেমী থেকে জানানো হয়েছে।