ছয় বছরের রেকর্ড ভেঙে তীব্র তাপদাহের কবলে পড়েছে রাজশাহী
- আপডেট সময় : ০৮:৩১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ছয় বছরের রেকর্ড ভেঙে তীব্র তাপদাহের কবলে পড়েছে রাজশাহী। টানা কয়েকদিনের তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে প্রাণিকূল। সর্বত্রই হাঁসফাঁস অবস্থা। এমন পরিস্থিতিতে আপাতত সুখবর দিতে পারছে না আবহাওয়া অফিসও। তারা বলছে, আরো কয়েকদিন চলবে এই তাপপ্রবাহ।
গেল শুক্রবার দেশের সর্বোচ্চ ৪১ দশমিক ২ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে। গেল ছ’বছরের রেকর্ড ছিল এটিই। আর শনিবার বিকেল তিনটায় এই শহরে তাপমাত্রা ঠেকেছিল ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। টানা কয়েকদিন ধরেই চলছে এমন অবস্থা। তীব্র রোদ আর ভ্যাপসা গরমের অতিষ্ঠ মানুষ। তাপদাহে বেশি কষ্টে পড়েছেন বিশেষ করে শ্রমজীবী মানুষ।
রাজশাহীর বাতাসেও এখন যেন আগুনের হল্কা ছুটছে। মানুষসহ প্রাণিকূলেও হাঁসফাঁস অবস্থা। ঘরে কিংবা বাইরে- কোথাও টিকতে না পেরে একটু স্বস্তির আশায় অনেকেই আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়।
এমন দুর্বিষহ পরিস্থিতি আরো বেশ কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস তথ্যমতে, তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ হলে মাঝারি, এবং ৪০ থেকে ৪২ মধ্যে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।