জকিগঞ্জে অনুসন্ধান কূপে দারুণভাবে সফলতার আলামত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
সিলেটের জকিগঞ্জে অনুসন্ধান কূপে দারুণভাবে সফলতার আলামত দেখছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কম্পানি-বাপেক্স। বাংলাদেশের ২৮তম গ্যাসক্ষেত্র হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সকালে সৌভাগ্যের এই শিখা জ্বালাতে সক্ষম হয় রাষ্ট্রীয় এ কোম্পানিটি। কূপটির অভ্যন্তরে চাপ রয়েছে ৬ হাজার পিএসআই আর ফ্লোটিং চাপ রয়েছে ১৩ হাজারের অধিক। প্রথমত একটি স্তরের টেস্ট চলমান। কূপটিতে মোট ৪ স্তুরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স। নতুন এই ফিল্ডটি থেকে ৩২ কিলোমিটার দূরে বিয়ানীবাজার ও ৪৬ কিলোমিটার দূরে অবস্থিত গোলাপগঞ্জ। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, এখনই আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু বলতে চাচ্ছেন না তারা। তবে ভালো কিছু আশা করা যাচ্ছে। তাই পর্যবেক্ষণে রাখা হয়েছে, ঘণ্টা দু’য়েক পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যাবে।