জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:১০ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নীলফামারী সদর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে রেব। বেলা ১১টার দিকে সদর এলাকার মাজাপাড়ার সুলতান আলী নামের এক ব্যক্তির বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। পরে বোমাটি নিষ্ক্রিয় করে রেবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
এর আগে রাতে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচ যুবককে আটক করে রেব।
রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে সকাল থেকে বাড়িটি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।