জঙ্গি হামলায় নিহত জাপানিদের নাম স্টেশনে থাকবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৫:৩৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত জাপানি ৭ নাগরিকদের স্মরণে মেট্রোরেলের স্টেশনে তাদের নামফলক থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার উত্তরায় মেট্রোরেলের উদ্বোধীন অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা জানান।
সরকারপ্রধান বলেন, ‘মেট্রোরেল যখন শুরু করি তখন এসেছিল আঘাত। সাতজন জাপানি পরামর্শক মৃত্যুবরণ করেন। তাদের প্রতি শ্রদ্ধা জানাই।’
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতিও শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘আরেকটি অহংকারের পালক বাংলাদেশের মানুষের মুকুটে সংযোজন করলাম। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম, ঢাকাবাসীকে, আরেকটি পালক সংযোজিত করতে পারলাম। এর বাকি অংশ তাড়াতাড়ি শেষ হবে। প্রযুক্তিগত দিক থেকে মাইলফলক বাংলাদেশের জনগণকে স্পর্শ করলো। মেট্রোরেল একটি মাইলফলক। এই প্রথম বাংলাদেশ বৈদ্যুতিক ট্রেনের জগতে প্রবেশ করল। দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে মেট্রোরেল চলবে। এই রেল পরিবেশবান্ধব। শব্দ ও কম্পনদূষণ মাত্রার নিচে থাকবে।’
সরকারপ্রধান বলেন, অনেক টাকা খরচ করে মেট্রোরেল করা হয়েছে। এই মেট্রোরেল সংরক্ষণ করা সবার দায়িত্ব। যাতে মেট্রোরেলের কোনো কিছু নষ্ট না হয়, সে জন্য তিনি সবাইকে তা ব্যবহারে যত্নশীল হওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, একটা অনুরোধ থাকবে, অনেক টাকা খরচ করে এই মেট্রোরেল করা হয়েছে। এটাকে সংরক্ষণ করা, এটার মান নিশ্চিত রাখা, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা- এই সবকিছু কিন্তু যারা ব্যবহার করবেন তাদের দায়িত্ব।
‘এখানে অনেক আধুনিক প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে, ডিজিটাল ডিভাইস ব্যবহার হয়েছে। এই সমস্ত জিনিস যেন নষ্ট না হয়। ব্যবহারের ক্ষেত্রে সকলে যত্নবান হবেন। খেয়াল রাখবেন কেউ যেন আমাদের রেল স্টেশনগুলিতে আবর্জনা-ময়লা না ফেলে, অপরিচ্ছন্ন করতে না পারে- সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।’
সরকারপ্রধান বলেন, ‘পরিষ্কার-পরিচ্ছন্ন, সুন্দরভাবে, নিয়মতান্ত্রিকভাবে এটা ব্যবহার করার জন্য আমি সবাইকে আন্তরিক আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জানাব, যদি আপনারা কথাগুলি মেনে চলেন।’
শেখ হাসিনা বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জনগণ সেবা করার সুযোগ দিয়েছিল। সে জন্য সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন।
২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হন জাপানি সমীক্ষক হিরোশি তানাকা (৮০), ২৯ বছরের তরুণী রুই শিমোদাইরা, কোইও ওগাসাওয়ারা (৫৭), নোবুহিরো কুরোসাকি (৪৯), হিদেকি হাশিমতো (৬৫), ওকামুরা মাকোতো (৩২) ও ইউকো সাকাই (৪২)।
যানজটের নগরী হিসেবে পরিচিত রাজধানী ঢাকাকে আধুনিক যোগাযোগব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা থেকে নেয়া মেট্রোরেল প্রকল্পের একটি অংশ চালু হওয়ার মাধ্যমে গণপরিবহনব্যবস্থায় ভিন্ন মাত্রা ও গতি যোগ হচ্ছে। মেট্রোর একাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার উড়াল পথ বুধবার খুলে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার থেকে নগরবাসীর জন্যও উন্মুক্ত হবে স্বপ্নের এই গণপরিবহনব্যবস্থা।