জঙ্গী হামলার সতর্কতায় বর্ষবরণে নেয়া হয়েছে নিরাপত্তা প্রস্তুতি
- আপডেট সময় : ০৮:২৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
জঙ্গী হামলার সতর্কতা মাথায় রেখেই এবার পহেলা বৈশাখ বর্ষবরণের অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। উন্মুক্ত অনুষ্ঠানমালা দুপুর ২টার মধ্যে শেষ করার এবং রমনা এলাকায় আগতদের মুখোশ না পরার পরামর্শ দেন তিনি। দুপুরে রমনা বটমূল পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার আরও জানান, জঙ্গীদের ব্যাপারে বেশ কিছু প্রতিবেশী দেশ বাংলাদেশকে সতর্ক করেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বেশ কিছু দেশে যেকোনো সময়ে জঙ্গরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
দুয়ারে কড়া নাড়ছে বঙ্গাব্দ ১৪২৯। পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নিতে তাই রমনা এলাকায় চলছে হরেক রকম প্রস্তুতি।
করোনার কারণে বাংলা বর্ষ বরণের উন্মুক্ত আয়োজন বন্ধ ছিল দুই বছর। এবার পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের ফিরে আসছে মঙ্গল শোভাযাত্রা, ফিরে আসছে রমনা বটমূলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে রমনা বটমুল এলাকায় যান ডিএমপি কমিশনার। অনুষ্ঠানস্থলে কোনো ধরণের হামলা হলে, কী ব্যবস্থাপনা নেয়া হবে– সেব্যাপারে বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট, ডগ স্কোয়াডের মহড়া দেখেন তিনি।
পরিদর্শন শেষে সার্বিক নিরাপত্তা প্রস্তুতির কথা জানান ডিএমপি কমিশনার।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কিছু উগ্রবাদীর আগাগোনার তথ্য জানিয়ে, তা সামাল দেয়ার প্রস্তুতি কথও জানান তিনি।
পহেলা বৈশাখের উন্মুক্ত অনুষ্ঠান দুপুর ২টার মধ্যে শেষ করার নির্দেশনা দিয়ে মোহাম্মদ শফিকুলইসলাম বলেন, কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।