জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আফগানিস্তানের মতো দেশেও কোন ঘটনা ঘটতে পারে
- আপডেট সময় : ০৮:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
বরিশালের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়ে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না ইউএনওকে জনতার কাতারে শামিল হওয়ার আহবান জানিয়েছেন। আর গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর আশঙ্কা, জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আফগানিস্তানের মতো দেশেও কোন ঘটনা ঘটতে পারে। দুপুরে জাতীয় জাদুঘর মিলনায়তনের সামনে নাগরিক সমাবেশ এসব কথা বলেন তারা।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, বন্দি ছাত্রনেতাদের মুক্তি, সভা সমাবেশে দমন পীড়ন ও অধ্যাপক আসিফ নজরুলকে হুমকির প্রতিবাদে শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে নাগরিক সমাবেশ করে ভাসানী পরিষদসহ কয়েকটি সংগঠন।
এতে অংশ নেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ও ভাসানী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
দেশের বিভিন্ন স্থানে বিরোধী রাজনৈতিক দলের কর্মকান্ডে হামলা, বরিশালের ঘটনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুলকে ছাত্রলীগের হুমকির নিন্দা জানান বক্তারা।
সাধারণ ছাত্র অধিকার আন্দোলনের নেতাদের মুক্তি দাবি করে ভাসানী পরিষদের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, জনগণের কল্যাণে কাজ না করলে ভয়াবহ পরিস্থিতির ঘটতে পারে দেশে। অর্থ আত্মসাৎ না করে খালেদা জিয়া বন্দি থাকলে সরকারের কর্মকান্ড নিয়ে শঙ্কার কথা জানান ডা. জারুল্লাহ চৌধুরী।