জনগণের সেবা করতেই আ’লীগের রাজনীতি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৪৯:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
বিএনপির জ্বালাও পোড়াওকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না দেয়ার কথাও জানান তিনি। পাবলিক সার্ভিস দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের সেবা করতেই রাজনীতি করে আওয়ামী লীগ। এ সময় প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন শেখ হাসিনা।
রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবসে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধামন্ত্রী বলেন, দেশের মানুষের জন্যই রাজনীতি করে আওয়ামী লীগ। এ সময় প্রজাতন্ত্রের কর্মচারীদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সরকার প্রধান।
এসময় চলমান আন্দোলন ইস্যুতে জনগণকে ভয় না পাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রী।সিংক: পি এম।
অতীতে সংবিধান লঙ্ঘন করে বার বার ক্ষমতা দখল করায় দেশের অগ্রযাত্রা ব্যবহত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রিত্ব বড় কিছু নয়, বরং বঙ্গবন্ধুর মতোই জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী।
এর আগে, ব্যক্তিগত, দলীয় ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবদান রাখায় ১২টি শ্রেনীতে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২৩ তুলেন দেন শেখ হাসিনা।