জনগণ থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েই ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়
- আপডেট সময় : ০৭:১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুকে জনগন থেকে বিচ্ছিন্ন করতে ব্যর্থ হয়েই ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা সরাসরি এ হত্যার সাথে জড়িত এবং যারা প্রেক্ষাপট তৈরী করেছিল তারা সবাই সমানভাবে দোষী বলেও মন্তব্য করেন তিনি। শোক দিবসের স্মরণ সভায় তিনি বলেন,এই হত্যার মধ্য দিয়ে ঘাতকরা মুক্তিযুদ্ধের নীতি-আদর্শ নস্যাৎ করতে চেয়েছিল।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এ স্মরন সভা। করোনা পরিস্থিতির কারনে সীমিত পরিসরের এ আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু তাঁর সারা জীবন উৎসর্গ করেছিলেন এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। দীর্ঘ সংগ্রামের পথ ধরে তিনি বিজয় এনে দিয়েছিলেন।
অভিযোগ করে সরকার প্রধান বলেন, ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা। সে সময় অনেকেই রহস্যময় ভূমিকা পালন করেছিল বলে সমালোচনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরী করেছিল পাকিস্তানের দোসররা।
আলোচনায় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর হত্যার পিছনে পরিকল্পনাকারী ও মদদদাতাদের মরনোত্তর বিচার দাবি করেন।