জনগণ স্বাধীনতা নাকি বিদেশি শক্তির দাসত্ব চায় সে সিদ্ধান্ত নিতে হবে এখনই : ইমরান খান
- আপডেট সময় : ০৮:২০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশের জনগণ স্বাধীনতা নাকি বিদেশি শক্তির দাসত্ব চায়, সে সিদ্ধান্ত এখনই নিতে হবে। গতকাল দেশটির পেশোয়ারে বিশাল এক জনসভায় এ কথা বলেন তিনি।
নতুন সরকারকে চোর আখ্যা দেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ প্রধান। সমাবেশে জড়ো হয় তার দল পিটিআইয়ের হাজার হাজার কর্মী-সমর্থক। অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর এটিই কোনো জনসভায় ইমরান খানের প্রথম ভাষণ। তিনি বলেন, বিদেশে অর্থ পাচারকারীদের হাতেই আজ পাকিস্তানের জাতীয় নিরাপত্তা। বিক্ষোভ-আন্দোলনের মধ্য দিয়ে জনগণ জানিয়ে দিয়েছে তারা কি চায়। নির্বাচনের ঘোষণা না দেয়া পর্যন্ত রাজপথে আন্দোলন জারি রাখার আহ্বান জানান তিনি। গত সপ্তাহে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে বাধ্য হন ইমরান। সোমবার থেকে নতুন সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন শাহবাজ শরিফ।