জনগনকে সাথে নিয়ে রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে : ফখরুল

- আপডেট সময় : ০৮:০০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
গণপরিবহন বন্ধ করে হরতাল-কারফিউ দিয়ে কোন লাভ হবে না। খুলনায় সমাবেশ হবেই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন,দাবী আদায় না হওয়া পর্যন্ত জনগনকে সাথে নিয়ে রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। বিকেলে ইসলামিক পার্টি ও জাতীয় লীগের সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরিক হওয়ার সিদ্ধান্ত নিতে বিকেলে গুলশান কার্যালয়ে বৈঠকে অংশ নেয় ইসলামিক পার্টি ও জাতীয় দল।
বৈঠক শেষে এই দুই দলের নেতারা জানান, সরকারের অধীনে কোন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। একাত্মতা ঘোষণা করে আন্দোলনে সর্বশক্তি দিয়ে যুগপৎ আন্দোলনে মাঠে থাকবে তারা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে সাধারণ মানুষকে কোনভাবেই আটকে রাখা যাবেনা।
মির্জা ফখরুল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দেবে না প্রত্যাশা তাদের।