জনগনের করের টাকার যথাযথ ব্যবহার করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে জনগনের প্রতি দায়িত্ব ও কর্তব্য মাথায় রেখে দেশের কল্যানে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কারো দয়ায় নয়, আত্মনির্ভরশীল হয়ে ক্ষুধা, দারিদ্রমুক্ত, উন্নত বাংলাদেশ গড়ে তোলার নির্দেশ দেন তিনি। জনগনের করের টাকার যথাযথ ব্যবহার করার প্রতি জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মেধা, বুদ্ধি ও মননকে কাজে লাগিয়ে জনগনের সেবা ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
১১৬তম, ১১৭তম এবং ১১৮তম আইন ও প্রশাসন কোর্সে শেষে এবারে প্রশাসনিক কর্মজীবনে প্রবেশ করলেন জন। রাজধানীর শাহবাগে বংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একডেমীতে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর পক্ষে উর্ত্তীর্ণদের হাতে সনদ ও রেক্টর্স অ্যাওয়ার্ড তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। জনসেবা ও দেশপ্রেমের মূলমন্ত্রে নিজ কর্তব্য পালনের শপথ নেন প্রজাতন্ত্রের নতুন কর্মকর্তারা।
প্রশাসনের নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নিজ জ্ঞান ও মেধাকে কাজে লাগিয়ে দেশের কল্যানে নিজেকে নিবেদিত করতে।
প্রধানমন্ত্রী বলেন, আত্মশুদ্ধি ও সংযমই হবে মূলমন্ত্র। বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা ও কর্মপরিকল্পনা জেনে সে অনুযায়ী জনগনের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
সরকারী কর্মচারীদের সুযোগসুবিধা কয়েকগুণ বৃদ্ধির কথা স্মরণ করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, সবার জন্য সমান ন্যয়বিচার নিশ্চিত করতে হবে।
করোনার মহামারীর মাঝে সাস্থ্যবিধি মেনে সব ধরনের আর্থিক ও সামাজিক কাজ করারও আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার।