জনদুর্ভোগ সৃষ্টির জন্য বিএনপি রমজান মাসে আন্দোলন কর্মসূচি দিয়েছে : কামরুল ইসলাম
- আপডেট সময় : ০৭:১৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৭৪০ বার পড়া হয়েছে
জনদুর্ভোগ সৃষ্টির জন্য বিএনপি রমজান মাসে আন্দোলন কর্মসূচি দিয়েছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। দলটি গণতন্ত্রের ভাষায় কথা না বলে এখন ফ্যাসিস্ট কায়দায় কথা বলছে।
রাজধানীর কামরাঙ্গীরচরে যুবলীগ আয়োজিত খাদ্যসামগ্রী ও উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, দেশ ধ্বংসের এজেন্ডা হাতে নিয়েছে মাঠে নেমেছে বিএনপি। এর বিরুদ্ধে দেশবাসীক রুখে দাঁড়াতে হবে।
রমজান মাস উপলক্ষে রাজধানীর কামরাঙ্গীরচরে বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রীর উপহার বিতরণ করে যুবলীগ।
বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে ষড়যন্ত্রে মেতেছে জানিয়ে করে দলের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, দলটি পেছনের দরজা দিয়ে আবারো ক্ষমতায় যেতে চায়।
প্রধান অতিথির বক্তব্য আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপি যতো মিথ্যাচার করুক, তাদের জনসম্পৃক্ততা নেই। আগামী নির্বাচনে জনগণ আবারো শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।
বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজপথেই বিএনপিকে মোকাবিলা করা হবে বলে জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম।