জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ০৫:৫৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ভালোবাসার বিশ্বাসে এক মনে এক ধ্যানে লিখেছেন নিজের গল্প-উপন্যাসের ভরা কাব্য। বর্ষা প্রেমিক হারিয়ে যান এমন এক দিনেই। ১১ বছর আগে নুহাশ পল্লীতে চিরতরে ঘুমিয়ে পড়েন শ্রাবণের অঝোর ধারায় । জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। দিনটিতে তাঁকে স্মরণ করলেন পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে । ওটিটি প্ল্যাটফর্মে অনুমতি ছাড়া হুমায়ূন আহমেদের নাটক সিনেমা প্রদর্শন বন্ধের দাবি জানান স্ত্রী মেহের আফরোজ শাওন।
স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এসময় শুভানুধ্যায়ী ও ভক্তরাও উপস্থিত
ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কোরআনখানি ও মিলাদ মাহফিল।
প্রতিবারের মতো এবারো হুমায়ূন পরিবার, ভক্ত, কবি, লেখক আর নাট্যজনেরা শ্রদ্ধা জানাতে ভিড় করেন নুহাশপল্লীর লিচু তলায়। লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু এবং নীল শাড়িতে রূপা সেজে আসেন ভক্ত ও পাঠকেরা। জানান, লেখকের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসার কথা।
নুহাশ পল্লীর কর্মীরা মৃত্যুবার্ষিকীর এই দিনে আরও বেশি করে স্মরণ করেন হুমায়ূন আহমেদের স্মৃতি।
কবর জিয়ারত শেষ মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। পরিবারের অনুমতি ছাড়াই ওটিটি প্ল্যাটফর্মে হুমায়ূনের নাটক-সিনেমা প্রদর্শন করা হচ্ছে, বিষয়টি বন্ধের দাবি জানান তিনি।
সট: মেহের আফরোজ শাওন, হুমায়ূন আহমদের স্ত্রী।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জম্মগ্রহণ করেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। ২০১২ সালে ১৯ জুলাই মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কের এক হাসপাতালে মারা যান তিনি। সৃষ্টিশীল কর্মের মাধ্যমে ভক্ত ও অনুরাগীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন হুমায়ূন আহমেদ।