জনপ্রিয় ড্রামা সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ইতি
- আপডেট সময় : ০৪:১৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
- / ১৬৫২ বার পড়া হয়েছে
দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ধারাবাহিকগুলোর অন্যতম ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকের এতোটাই পছন্দের যে, নাটকটির ‘সিজন-৪’ চলছে। কিন্তু
গত (২৩ ডিসেম্বর) শুক্রবার রাতে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর দর্শকদের জন্য দুঃসংবাদ দিলেন নির্মাতা কাজল আরেফিন অমি।
তিনি জানান, শনিবার (২৪ ডিসেম্বর) রাতেই ১১৬ তম পর্বের মাধ্যমে শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন-৪!
জনপ্রিয় এই নাটকটির প্রতিটি অ্যাপিসোডের সাথে হাজারও স্মৃতি লেপ্টে আছে প্রতিটি সদস্যের। গত মাসেই ‘সিজন ৪’ এর শুটিং শেষ করেছেন নির্মাতা। এর পর থেকেই স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন তিনি।
অমি গণমাধ্যকে জানিয়েছেন,‘এক বছরের জার্নি। প্রত্যেক মাসেই আমরা ব্যাচেলর পয়েন্টের শুট করতাম। দর্শকেরা যেমন দেখতে অভ্যাসে পরিণত হয়েছিল, আমারও তেমন কাজ করতে করতে এটা অভ্যাসে পরিণত হয়েছিল। আমরা লাস্ট লট যখন শুট করি তখন সবারই খারাপ লাগছিল, গত মাসে শুটিং শেষ হয়। শেষ দিনের শুটিং-এর সময় আমার সত্যি খুব খারাপ লেগেছিল, মনে হচ্ছিল কী যেন হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়ার অনুভূতি হচ্ছে।’
সেসময় অনেকটা আবেগাপ্লুত হয়ে অমি ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে আরও বলেন,‘দিনশেষে একটাই কথা বলবো। কিছু কাজ খুব আপন হয়ে ওঠে, কিছু কাজ খুব কাছের হয়ে থাকে। যখন আমার বয়স হয়ে যাবে, শারীরিক মানসিক শক্তি থাকবে না, ডিরেকশন দেওয়ার ক্ষমতা থাকবে না, তখন আমি বলতে পারবো, যখন আমি ইয়াং ছিলাম ‘ব্যাচেলর পয়েন্ট’ নামের একটি নাটক বানাতে পেরেছিলাম।’
ব্যাচেলর পয়েন্ট এর ক্যামেরার সামনে পেছনে যারা ছিলো, প্রত্যেকেই নাটকটি ওউন করেছে বলেও জানান অমি। অমি বলেন,‘ব্যাচেলর পয়েন্ট এখন সবার কাছে একটি আবেগের নাম। শুধু আমি নই, আমার এই নাটকের যারা চরিত্র তাদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটছে। তারাও একইভাবে লালন করছে এবং মানুষের ভালোবাসাটাও সেভাবেই পায়।’
‘ব্যাচেলর পয়েন্ট’ এর সিজন-৪ এর জন্য সবচেয়ে বেশি রেসপন্স পেয়েছেন জানিয়ে এই নির্মাতা বলেন,‘সিজন ৪- এ অস্বাভাবিক ভালোবাসা পেয়েছি, রেসপন্স পেয়েছি। এখন পর্যন্ত সিজন-৪- এ সবচেয়ে বেশি সাড়া পেয়েছি। সবচেয়ে বেশি দর্শক জনপ্রিয়তা এবং সবচেয়ে বেশি দর্শকদের মতামত এবং ভিউ আমরা সিজন ৪ এ পেয়েছি। বিভিন্ন রেকর্ড এর অংশিদার হয়েছি। ব্যাচেলর পয়েন্টের প্রতি এপিসোড মানুষ আপন করে দেখে। এটা আমাদের জন্য অন্য রকম একটা ভালোলাগা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা খুবই কৃতজ্ঞ। এটা আমাদের জন্য আনন্দের।’
ব্যাচেলর পয়েন্ট এর ‘সিজন ৫’ নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে অমি বলেন,‘না, এটা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই। আর একটা সিজন নিয়ে পরিকল্পনা করতে গেলে তো লম্বা সময়ের প্রয়োজন। ততদিন বেঁচে নাও থাকতে পারি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই চরিত্রগুলো একসঙ্গে নাও থাকতে পারে। ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভ আবার হবে? সবাই কি আমরা বেঁচে থাকবো? ‘সিজন-৪’ এর শেষ লগ্নে এরকম নানা প্রশ্ন ঘুরছিল।’
‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোরে বিভিন্ন চরিত্রে দেখা গেছে মিশু সাব্বির, পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, শরাফ আহমেদ জীবন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শিমুল শর্মা, পারসা ইভানা, পাভেল, আশুতোষ সুজন সহ বহু অভিনেতাকে।