জনবল সংকটসহ নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে চুয়াডাঙ্গার ৫টি রেলস্টেশনের কার্যক্রম

- আপডেট সময় : ১০:৪৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
জনবল সংকটসহ নানা সমস্যায় বন্ধ হয়ে গেছে চুয়াডাঙ্গার ৫টি রেলস্টেশনের কার্যক্রম। এতে রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ। পণ্য পরিবহনে দেখা দিয়েছে নানা জটিলতা। স্টেশনগুলো জনশূন্য থাকায় বেড়েছে মাদকসেবীদের আনাগোনা। তবে রেলকর্তৃপক্ষ জানায়, লোকবল নিয়োগ দিয়ে দ্রুতই ষ্টেশনগুলো চালু করা হবে।
১৮৬২ সালে কলকাতার সাথে যোগাযোগের জন্য দেশের প্রথম রেললাইন স্থাপন করা হয় দর্শনা-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা হয়ে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। চুয়াডাঙ্গায় ৪৩ কিলোমিটার রেলপথে আনসারবাড়ীয়া, উথলী, দর্শনা হল্টসহ ১০টি রেলস্টেশন রয়েছে। কিন্তু জনবল সংকটে গেলো ১০ বছরে একে একে বন্ধ হয়ে গেছে আনসারবাড়ীয়া, জয়রামপুর, মোমিনপুর, মুন্সিগঞ্জ ও আলমডাঙ্গা রেলস্টেশনের কার্যক্রম।
অনেক স্টেশনে যাত্রীদের বসার ব্যবস্থা নেই। কোন ট্রেন কখন আসবে তাও জানতে পারে না যাত্রীরা। বর্তমানে এই পাঁচ রেলস্টেশনে একজন স্টেশন মাস্টার ও ১ জন গেটম্যান ছাড়া আর কোন জনবল নেই। এ সুযোগে মাদকসেবীদের আখড়া বসছে স্টেশনে। চুরি হয়ে যাচ্ছে রেলের মূল্যবান জিনিস। তবে সরকার খুব দ্রুত জনবল নিয়োগ দেবে, জানালেন স্টেশন মাস্টার। জনবল নিয়োগের মাধ্যমে বন্ধ স্টেশনগুলো আবারো চালু হবে এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর।