জনবহুল দরিদ্র দেশগুলোতে উৎপাদনের জন্য করোনা ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান
- আপডেট সময় : ০৭:২৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
জনবহুল দরিদ্র দেশগুলোতে উৎপাদনের জন্য করোনা ভ্যাকসিনের প্রযুক্তি হস্তান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভ্যাকসিনকে কোম্পানির সম্পদ হিসেবে গণ্য না করে বিশ্বের সম্পদ হিসেবে বিবেচনার পরামর্শ দিয়েছেন তিনি। সেই সাথে তিনি করোনার কারণে কর্মসংস্থান খোয়ানো দরিদ্রদের জন্য অর্থনৈতিক সহায়তা বাড়ানোর তাগিদ দেন। জাতিসংঘের করোনা সংক্রান্ত ৩১তম বিশেষ অধিবেশনে দেয়া ভার্চ্যুয়াল বক্তব্যে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা বিষয়ে শুক্রবার শুরু হওয়া জাতিসংঘের ৩১তম বিশেষ অধিবেশনে ভিডিও বার্তা পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রেকর্ড করা এ ভাষণে সবার জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করা, প্রযুক্তি হস্তান্তর, অর্থনৈতিক সহায়তা বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আর্থিক সহায়তাসহ উন্নয়নশীল দেশগুলোর যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেগুলোকে বিশেষভাবে স্বীকৃতি দিতে হবে। অনেক দেশের করোনা মহামারীর দ্বিতীয় বা তৃতীয় ধাক্কার মুখোমুখি হওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । অর্থনীতি, জীবন ও জীবিকা, অভিবাসী জনগোষ্ঠীকে ব্যাপক প্রভাবিত করেছে। করোনা মহামারীর ছোবল থেকে মানুষের জীবন ও জীবিকা বাঁচাতে ১৪.৪ বিলিয়ন ডলার মূল্যের প্রণোদনা প্যাকেজ ঘোষণার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।