জনবিচ্ছিন্ন হওয়ায় নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনদুর্ভোগ তৈরি করছে সরকার: ফখরুল
- আপডেট সময় : ০৮:৪৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
জনবিচ্ছিন্ন হওয়ায় দফায় দফায় তেল গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনদুর্ভোগ তৈরি করছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে এক স্মরণ সভায় এ অভিযোগ করেন তিনি। জনগণের পকেট কেটে সরকারের পকেট ভারি করতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনপি নেতা সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্মরণ সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীরা।
সাদেক হোসেন খোকার কর্মময় জীবনের নানাদিক তুলে ধরেন বিএনপি নেতারা।
অনুষ্ঠানে দলের কমিটি গঠন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
প্রতিবেশি দেশে তেলের দাম কমালেও বিনা কারণে জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব
গণতন্ত্রের পক্ষে ঢাকাকে দুর্গ হিসেবে গড়ে তুলতে বিএনপি’র নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দেন তিনি।