জনশুমারি ও গৃহগণনা-২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
- আপডেট সময় : ১২:৩০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
জনশুমারি ও গৃহগণনা-২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সপ্তাহব্যাপী এ জনশুমারি ও গৃহগণনা শেষ হবে ২১ জুন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে।
এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে। শুমারিতে সঠিক তথ্য প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক গান, নাটিকা, ডকুড্রামা, শুমারি কাউন্টডাউন, ডকুমেন্টারি দেশের সব সরকারি-বেসরকারি গণমাধ্যমে প্রচার করা হবে। জেলা তথ্য অফিসের মাধ্যমে স্থানীয় ক্যাবল টিভিতে জনশুমারি প্রচার, প্রচারসামগ্রী বিতরণ, ডকুমেন্টারি প্রচারসহ শুমারি চলাকালে মাইকিং করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭৪ সালে প্রথম আদমশুমারি ও গৃহগণনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় ১০ বছর পরপর আদমশুমারি ও গৃহগণনা হয়ে আসছে।
গত রাত ১২টা থেকে সারা দেশে ভাসমান মানুষ গণনার মাধ্যমে শুরু হয়েছে জনশুমারি। ২১ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী দেশের প্রতিটি অঞ্চলে চলবে জনশুমারির কাজ ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকল্প পরিচালক দিলদার হোসেন বলেন, সারা দেশে একযোগে ৩ লাখ ৬৫ হাজার ৬৯৭ জন গণনাকারী ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করবেন। যারা যে এলাকায় তথ্য সংগ্রহ করবেন তাদের সংশ্লিষ্ট থানাতে পরিচয় সম্বলিত তথ্য প্রেরণ করা হয়েছে।
যদি কেউ তথ্য সংগ্রহকারীদের পরিচয় যাচাই করতে চান, তারা থানা থেকে সেটি করতে পারবেন।