জনসমর্থন হারিয়ে সরকার টিকে থাকতে প্রতিনিয়ত নতুন আইন করছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৪৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
রাজনৈতিক দল ও জনগণের ওপর নিজেদের নিযন্ত্রণ রাখতে সরকার ইজরায়েল থেকে যন্ত্র এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্বল সরকার নিজেদের ক্ষমতা ধরে রাখতে প্রতিদিন নতুন নতুন আইন করছে বলেও দাবি তার। আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে সুষ্ঠু নির্বাচনে অনুষ্ঠানে নতুন করে কমিশনকে ঢেলে সাজানোর দাবি জানান তিনি। বিকেলে রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।
বুধবার বিকেলে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সব নির্বাচনে ভোট কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ঢাকা উত্তর মহানগর বিএনপি।
৬ সিটিতে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দীর্ঘদিন পর ঢাকার রাজপথে সরব হয় দলটি।
নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদ এবং ডিজিটাল আইন বাতিলের দাবি জানাতে বিএনপির এই প্রতিবাদ সমাবেশ।
এতে অংশ নিয়ে ৬ মহানগরের পরাজিত বিএনপি নেতারা সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে তারা বলেন, এভাবে নিপীড়ন নির্যাতন করে বিএনপিকে দাবিয়ে রাখা যাবেনা। রাজপথের আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। জনমত যাচাইয়ে পুনরায় ভোটের দাবি জানান তারা।
দলের কেন্দ্রীয় নেতারা বর্তমান সরকারের দু:শাসনের সমালোচনা করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নেতাকমীদের সক্রিয় হওয়ার আহবান জানান তারা।
ভোট চুরির দায়ে আওয়ামী লীগের আগে নির্বাচন কমিশনের বিচার হবে। মাফিয়া চক্রের অধীনে থাকা দেশকে মুক্ত করে আন্দোলন গড়ে তোলার প্রতি তাগিদ দেন নেতারা।
সরকার দুর্বল হওয়ায় প্রতিদিন আইন করছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। রাজনৈতিক নিয়ন্ত্রণ হাতে রাখতে ইজরায়েল থেকে যন্ত্র এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করছে বলেও অভিযোগ করেন তিনি।
সব ব্যর্থতার দায়ে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে নতুন নির্বাচন কমিশন সাজিয়ে নিদলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব