জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:২৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
জনসমাগম কাকে বলে তা আগামীকাল থেকে বিএনপিকে বুঝিয়ে দেয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নিজ বাসভবনে ব্রিফিংয়ে বিএনপি মহাসচিবের উদ্দেশে একথা বলেন তিনি। কাদের আরো বলেন, আওয়ামী লীগের ঢাকা মহানগরের ওয়ার্ড ও থানা সম্মেলনে কত হাজার লোক হয়েছে তা দেখুন, যা পত্র-পত্রিকা ও মিডিয়ায় প্রচার হয়েছে।
সেতুমন্ত্রী ‘খেলা হবে’ বলা প্রসঙ্গে জানান, যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়- তাদের বিরুদ্ধে খেলা হবে বলেছি। খেলা হবে হাওয়া ভবন, লুটপাট, অর্থ পাচারের বিরুদ্ধে; খেলা হবে দুর্নীতি, বিদ্যুৎবিহীন খাম্বার বিরুদ্ধে।
খেলা হবে সোয়া কোটি ভুয়া ভোটার সৃষ্টিকারী, ভোট চুরি আর জালিয়াতির বিরুদ্ধে।
বিএনপির তিন সমাবেশ দেখেই নাকি সরকারের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে প্রসংগে ওবায়দুল কাদের আরো বলেন, সমাবেশে দশ লাখের টার্গেট করে এক লাখও হয়নি, কোথাও পাঁচ লাখ টার্গেট করেও ৫০ হাজারও হয়নি। এটাই হচ্ছে বিএনপির গণসমাবেশের চেহারা।