জন্মজয়ন্তীতে জাতীয় কবি কাজী নজরুলকে শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ
- আপডেট সময় : ০২:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
কালজয়ী অসংখ্য গান ও কবিতার স্রষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজ ১২৩তম জন্মদিন। ১৮৯৯ সালে ২৫ মে পশ্চিমবঙ্গের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন সাম্য, দ্রোহ ও মানবতার কবি। তবে কৈশোর ও তারুণ্যের বড় একটি সময় ছাড়াও বার্ধক্যের দিনগুলো কেটেছে বাংলাদেশে। সমগ্র জীবন জুড়ে ছড়িয়েছেন বিপ্লব, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার বার্তা।
সৃষ্টিশীল অনন্য প্রতিভার নাম কাজী নজরুল ইসলাম। একাধারে কবি, সাহিত্যিক, গীতিকার,নাট্যকার ও চলচিত্র অভিনেতা।
বাংলা ১৩৬০ সনের ১১ জৈষ্ঠ্য, ইংরজি ১৮৯৯ সালের ২৫ মে, পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্ম দুখু মিয়ার। বাংলা সাহিত্যে তার আগমনটা অনেকটা ধুমকেতুর মতো। হঠ্যাৎ করেই সবাইকে চমকে দিয়ে, নিজ আলোয় চারদিক আলোকিত করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
শৈশব, কৈশোর তারন্যে জীবনের পরতে পরতে সংগ্রাম। সেই সাথে জড়িয়েছিলেন নানা পেশায়। ১৯২২ সালে প্রকাশ করেন ধুমকেতু পত্রিকা। মাত্র ২২ বছরে লেখক জীবনে লিখেন ৩ হাজার গান, অসংখ্য কবিতা, ছোট গল্প, উপন্যাস।
প্রেমে পূর্ণ, বেদনায় নীল আবার প্রতিবাদে মূখরীত স্বত্বা কাজী নজরুল; অবিরত প্রেরনার উৎস। বাঙ্গালির আবেগ অনুভূতিতে জড়িয়ে থাকা কাব্য প্রতিভা তিনি। এক জীবনে, তাঁর যে সৃষ্টি সম্ভার; যা সত্যিই ভুলার নয়। হৃদয়ের বিশাল অঙ্গনজুড়ে সুরের বিস্তৃতি।১২৩ তম জন্মদিনে কবির প্রতি রইল ভালোবাসার অঞ্জলি।