জমকালো আয়োজনে ‘প্রি রমজান ফিয়েস্তা, শপিং কার্নিভাল ২০২২’
- আপডেট সময় : ০৩:০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৬০৬ বার পড়া হয়েছে
ধানমন্ডি মাইডাস সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘রাজিয়ার মেকওভার প্রেজেন্টস প্রি রমজান ফিয়েস্তা, শপিংকার্নিভাল ২০২২’ পাওয়ারড বাই সিম্পলিফাই। নারী উদ্যোক্তা কেন্দ্রিক ঈদের আমেজকে উপলক্ষে করা এই আয়োজনে ছিলো পোশাক, গহনা, খাদ্যসামগ্রীসহ নানা ধরনের উপকরণ।
প্রতিদিন সাত শ‘ থেকে এক হাজার দর্শনার্থীর প্রবেশের ব্যবস্থা করে আয়োজকরা। প্রদর্শনীটিতে আগত অতিথিদের জন্য আয়োজনের প্রতি পর্বে ছিলোচমক। অনলাইন এবং অফলাইন উভয় প্রকার স্টোরই এই দুর্দান্ত আয়োজনের সহায়তায় তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছে। ফ্যাশন এক্সেসরিজ এবংফিমেল লাইফস্টাইল কেন্দ্রিক ব্র্যান্ড সহ সর্বমোট ৩৪ টি স্টল এই জাঁকজমকপূর্ণ প্রদর্শনীতে অংশ নিয়েছে।
এই মেলাটি সেলিব্রিটি এবং ইনফ্লুয়েন্সাররা উপস্থিত ছিলেন। তাঁরা ক্রেতাদের সাথে সময় কাটিয়েছেন। এই ইভেন্টের ফটোগ্রাফি পার্টনার ছিল ‘ড্রিমিওয়েডিং’। জনপ্রিয় ফেইসবুক গ্রুপ সোল সিস্টারস অফিসিয়াল ছিল এই মেলাটির আয়োজক। সোল সিস্টারস এর দুই কর্ণধার মিসেস আসমিতা হোসেনকবির ও নাজিয়া খন্দকার নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে এবং এই কমিউনিটিতে একটি উদ্যমী ভূমিকা রাখতে এরকম একটি উদ্যোগের সাথেনিজেদের সম্পৃক্ত করেন।
আয়োজকরা জানান, ‘প্রথম আয়োজন হিসেবে একটি দুর্দান্ত মেলা সফলভাবে সম্পন্ন করেছেন। এছাড়াও সকলের নজর কেড়েছেন। নারী উদ্যোক্তাদেরকথা মাথায় রেখে সামনে আরও এই ধরণের আয়জনের প্রস্তুতি নিচ্ছে সোল সিস্টারস। সামনের কোরবানি ঈদে আসছে আরেকটি জাঁকজমক আয়োজন।’