জমকালো আয়োজনে কিউকম-সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০২১
- আপডেট সময় : ০৩:৫৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : জমকালো আয়োজনে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো কালচারাল জানালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি আয়োজিত ‘২১তম কিউকম-সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল টেলিভিশনের চেয়ারম্যান মো: হারুনুর রশীদ, টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান ই-কমার্স সংস্থা কিউকমের ব্যবস্থাপনা পরিচালক মো: রিপন মিয়া, অন্তর শোবিজ-এর চেয়ারম্যান স্বপন চৌধুরী। সিজেএফবি’’র সভাপতি তামিম হাসান সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এনাম সরকা ও সাধারণ সম্পাদক খালেদ আহমেদ।
সিজেএফবির এবারের আসরে বরেণ্য অভিনেতা-নির্দেশক তারিক আনাম খানকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন, অভিনেত্রী শমী কায়সার, চিত্রনায়িকা পূর্ণিমা, অনুষ্ঠান সংগঠক স্বপন চৌধুরী এবং সাংবাদিক মোর্শেদ নোমান বিশেষ সম্মাননায় ভূষিত হন।
অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, কৃষ্টি-সংস্কৃতি-সাহিত্যে আমরা বাঙালিরা অনেক দেশের চেয়ে উন্নত। আকাশ-সংস্কৃতির যুগেও আমরা এমনভাবে সংস্কৃতি চর্চা করবো, যাতে আমরা অনুকরণীয় হয়ে উঠতে পারি। পুরস্কার একজন শিল্পীর জীবন বদলে দিতে পারে। শিল্প-সংস্কৃতির লালন-পালন ও পৃষ্ঠপোষকতায় পুরস্কার একটি বড় ভূমিকা রাখে, উৎসাহ যোগায়। সংস্কৃতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন সিজেএফবি দুই দশক ধরে এ বিষয়ে ভূমিকা রাখছে এ জন্য তাদেরকে এবং তাদের পৃষ্ঠপোষকদেরও ধন্যবাদ জানাই।
উল্লেখ্য, অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত ও ডিজিটাল প্ল্যাটফর্মে ২০২১ সালের সেরা পারফরম্যান্সের জন্য শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কার পেয়েছেন যাঁরা : সংগীত বিভাগে সেরা কণ্ঠশিল্পী (পুরুষ) মিনার (মিছে মায়ার শহরে), সেরা কণ্ঠশিল্পী (নারী) ঐশী (দুষ্টু পোলাপাইন), সেরা গীতিকার আসিফ ইকবাল (সবটা জুড়ে তুমি), সেরা সংগীত পরিচালক তানজীব সারোয়ার (তুই আজ থাক), সেরা প্রতিশ্রুতিশীল তারকা (পুরুষ) তাসরিফ খান (সুন্দরী রমনী), সেরা ব্যান্ড অ্যাশেজ (উড়ে যাওয়া পাখির চোখে) এবং সেরা মিউজিক লেবেল টিএম রেকর্ডস।
টেলিভিশন বিভাগে সেরা অভিনেতা আফরান নিশো (আপন), সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী (চিরকাল আজ), সেরা পরিচালক ভিকি জাহিদ (পুনর্জন্ম), সেরা নাটক বিউটি বোর্ডিং ১৯৭১ এবং আপন, সেরা পরিচালক ধারাবাহিক কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট), সেরা ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট, সেরা উদীয়মান অভিনেতা জিয়াউল হক পলাশ (ব্যাচেলর পয়েন্ট), সেরা উদীয়মান অভিনেত্রী পারসা ইভানা (ডিসটেন্স), সেরা অভিনেতা সমালোচক পুরস্কার আব্দর নূর সজল (কিছুটা প্রেম বাকিটা ভালোবাসা) এবং এফ এস নাঈম (মোহ এবং মায়া), সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার তানজিন তিশা (একটুখানি)।
চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতা আরেফিন শুভ (মিশন এক্সট্রিম), সেরা অভিনেত্রী পরীমণি (স্ফুলিঙ্গ), সেরা পরিচালক রশীদ পলাশ (পদ্মপরাণ), সেরা চলচ্চিত্র মিশন এক্সট্রিম, সেরা অভিনেতা সমালোচক পুরস্কার মীর সাব্বির (রাত জাগা ফুল), সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার আশনা হাবিব ভাবনা (লাল মোরগের ঝুঁটি)।
ওটিটি বিভাগে সেরা অভিনেতা ইন্তেখাব দিনা (ঊনলৌকিক), সেরা অভিনেত্রী তাসনিয়া ফারিণ (লেডিস এন্ড জেন্টলম্যান), সেরা পরিচালক (ওয়েব ফিল্ম) মিজানুর রহমান আরিয়ান (নেটওয়ার্কের বাইরে), সেরা ওয়েব ফিল্ম মুন্সিগিরি, সেরা পরিচালক (ওয়েব সিরিজ) আশফাক নিপুন (মহানগর), সেরা ওয়েব সিরিজ ঊনলৌকিক, সেরা অভিনেত্রী সমালোচক পুরস্কার তমা মির্জা (খাঁচার ভিতর অচিন পাখি), সেরা ওটিটি প্ল্যাটফর্ম চরকি, সেরা ইউটিউব চ্যানেল ধ্রুব টিভি।
পুরস্কার প্রদানের মাঝে সিজেএফবির আলো ঝলমলে মঞ্চে পারফর্ম করেন জনপ্রিয় সঙ্গীত তারকা বেবী নাজনীন, অভিনয় শিল্পী মেহজাবিন চৌধুরী, তানজিন তিশা, সজল, দীঘি, স্বপন চৌধুরী ও তার দল।
এই আয়োজনে আরও স্পন্সর ছিল ড্যানিশ এবং ফিয়োনা, ইভেন্ট পার্টনার অন্তর শোবিজ, কো-স্পন্সর ভাসাবী ফ্যাশন, পারসোনা, টিএমবি এবং ধ্রুব মিউজিক ষ্টেশন।