জমজমাট বেচাকেনা চলছে ফুলের সাম্রাজ্য যশোরের গদখালিতে

- আপডেট সময় : ০২:৩১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবসে ফুলের জমজমাট বেচাকেনা চলছে ফুলের সাম্রাজ্য খ্যাত যশোরের গদখালিতে। তিন দিনে জেলার একমাত্র ফুলের এ পাইকারি বাজারে বেচাকেনা হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। আর দুই কোটি টাকার বেচাকেনার আশা করছেন সংশ্লিষ্টরা।
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবসে, প্রিয়জনের মন রাঙাতে ফুলের বিকল্প নেই। আর এই ফুলের চাহিদার সিংহ ভাগই সরবরাহ করা হয় যশোর থেকে। এখানকার চাষীরা সারা বছর ফুল বিক্রি করলেও, পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবসে সারা বছরের লাভ-ক্ষতির হিসাব মিলিয়ে থাকেন। ভাইরাসে আক্রান্ত হওয়ায় এবার গোলাপ ফুলের ফলন হয়েছে কম। তবে আশাতীত দাম পাওয়ায় সে লোকশান পুশিয়ে উঠেছেন চাষীরা।ফুল চাষীরা বলছেন, এবারের পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালবাসা দিবসে গত বছরের তুলনায় গোলাপসহ অন্যান্য ফুলের দাম পেয়েছেন বেশ। বেচাকেনাও হয়েছে জমজমাট।
দেশের বিভিন্ন স্থান থেকে ফুল কিনতে আসা পাইকাররা জানান, গোলাপ ফুলের দাম অস্বাভাবিক হলেও, অন্য ফুলের দাম রয়েছে স্বাভাবিক। ফুল বিক্রি করে ভাল দাম পেয়ে খুশি ব্যবসায়ী নেতারাও।গদখালি ফুলের বাজারে গোলাপ ১৫ থেকে ২০ টাকা, রজনিগন্ধা ৪ থেকে ৫ টাকা, গ্লাডিওলাস ৮ থেকে ১২ টাকা, গাদাফুল প্রতি হাজার এক’শ থেকে ১২০ টাকায় বিক্রি হয়।