জমি নিয়ে বিরোধের জেরে ১৫ বছর ধরে বন্ধ রয়েছে চনবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্র
- আপডেট সময় : ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৫১৭ বার পড়া হয়েছে
জমি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জে ১৫ বছর ধরে বন্ধ রয়েছে চনবাড়ী উপ-স্বাস্থ্য কেন্দ্র। এতে সীমান্ত উপজেলা ছাতকের ইসলামপুর ইউনিয়নের ৪০ হাজার মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। চিকিৎসা কেন্দ্রটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
গ্রামের মানুষের বিনামুল্যে চিকিৎসা সেবা নিশ্চিতে, সুনামগঞ্জের ছাতক উপজেলার দুর্গম ও সীমান্ত ইউনিয়ন ইসলামপুরের ছনবাড়ী বাজারে ২০০১ সালে উপস্বাস্থ্য কেন্দ্র নির্মান করে সরকার।
২০০৬ সালে মালিকানা নিয়ে বিরোধের মামলায় ভূমি দাতা হেরে গেলে স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এতে করে এলাকার ৪০ হাজার মানুষ ১৫-২০ কিলোমিটার দূরে ছাতক পৌর শহরে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে।
মামলায় সঠিক তদারকির অভাবে ভূমিদাতাকে হারতে হয় বলে মনে করেন স্থানীয়রা।
স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ হলে, পাশের একটি বাড়ি ভাড়া করে সেবা কার্যক্রম চালানোর কথা জানান, সংশ্লিষ্টরা।
স্বাস্থ্যকেন্দ্রটি চালু করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।