জমে উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জে পার রাম রাম পুর ও সরিষাবাড়ির পিংনা ইউপি নির্বাচন
- আপডেট সময় : ০১:৫১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
৬ষ্ঠ ধাপে জমে উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জে পার রাম রাম পুর ও সরিষাবাড়ির পিংনা ইউপি নির্বাচন। প্রচন্ড শীতকে উপেক্ষা করে প্রার্থী ও তাদের সমর্থকরা রাত-দিন ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি।বিজয়ী হতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। একই অবস্থা কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ৯ ইউনিয়ন ও কুলিয়ারচরের ১ ইউনিয়নে। নৌকার প্রার্থীরা শতভাগ জয়ের আশাবাদ প্রকাশ করলেও সুষ্ঠ নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করছেন স্বতন্ত্র প্রার্থীরা।
আগামী ৩১ জানুয়ারী জামালপুর দেওয়ানগঞ্জের পাররাম রামপুর ও সরিষাবাড়ির পিংনা ইউনিয়ন পরিষদের নির্বাচন। ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন। এছাড়া সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ২৭ নারী এবং ৮৮ জন সাধারণ ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন ঘিরে ইতোমধ্যেই জমে উঠেছে প্রচার-প্রচারণা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন প্রার্থীরা। নৌকার প্রার্থীরা জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী হলেও অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
তবে ভোটারা মুখে কুলুক এটে বসে আছে। সৎ যোগ্য ও যুবসমাজের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই ভোট দিতে চান তারা।
জেলার উপজেলা নির্বাচন অফিসার জানান, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব প্রস্তুতি রয়েছে তাদের।
এই দুই ইউনিয়নে ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৭১ জন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৯ ইউনিয়নে ও কুলিয়ারচর উপজেলার ১ ইউনিয়নেও জমজমাট নির্বাচনী প্রচারণা। সবক’টি ইউনিয়নেই ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। পাকুন্দিয়ার ৯ ইউনিয়নে ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী ও কুলিয়ারচরের ১ ইউনিয়নে ৮ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। স্বতন্ত্র প্রার্থীদের বিভিন্ন ধরণের হুমকি ও নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীদের বিরুদ্ধে।
সুষ্ঠু নির্বাচনের আশা করছেন ভোটাররা। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরণের প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। পাকুন্দিয়ার ৯ ইউনিয়নে ভোটার ১ লাখ ৭৮ হাজার ৯৫৮ এবং কুলিয়ারচরে ১ ইউনিয়নে মোট ভোটার ২২ হাজার ৪৪৬ জন।