জমে উঠেছে জামালপুরের ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন
- আপডেট সময় : ০৫:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
জমে উঠেছে জামালপুরের সরিষাবাড়ি, মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। চুয়াডাঙ্গার ৪টি ইউনিয়নে প্রাথীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পোস্টার ব্যানারে ছেয়ে গেছে প্রতিটি গ্রাম। আওয়ামী লীগ ও দলের বিদ্রোহী প্রার্থীর মধ্যে ভোট যুদ্ধ হবে বলে আভাস দিয়েছে ভোটাররা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করেছে তারা।
আগামী ২৬ ডিসেম্বর জামালপুরের সরিষাবাড়ির ৭টি, মাদারগঞ্জর ৭টি ও বকশীগঞ্জ উপজেলার ২টিসহ মোট ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ ইউনিয়নের ৪টিতে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন ছাড়া অন্য কোনো দল অংশ নেয়নি।
নির্বাচনীএলাকায় চলছে প্রচার প্রচারণা। নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে লড়াই হবে মূল প্রার্থীর। উন্নয়নের নানা রকম প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের মন জয়করার চেষ্টা করছে প্রার্থীরা।
সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেয়ার কথা জানান ভোটাররা।
অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য সব প্রস্তুতির কথা জানান এই নির্বাচন অফিসার।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪টি ইউনিয়নের নির্বাচন ২৬ ডিসেম্বর। চেয়ারম্যান ২০ জনসহ ১শ’ ৩৯ জন প্রতিন্দন্দ্বিতা করছেন। ভোটারদের অভিযোগ নির্বাচন এলে প্রাথীরা নানান প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করে না।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নের কাজ করার কথা জানান প্রার্থীরা।
শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে নানা পদক্ষেপের কথা জানান আইনশৃঙ্খলা বাহিনীর এই কর্মকর্তা।
৪র্থ ধাপের চুয়াডাঙ্গা সদরের ৪টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১টি ইউনিয়নে ভোট হবে ইভিএমে।