জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগ
- আপডেট সময় : ০৬:০৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগ। হেভিওয়েট দুই প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার নানা প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। সমর্থকদের স্লোগানে মুখর গোটা নির্বাচনী এলাকা।
আগামী ১৬ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৭টি ওয়ার্ডে ৫ লক্ষ ১৭ হাজার ৩শ ৫৭ জন ভোটার রয়েছে সিটি এলাকায়। এ নির্বাচনে ইভিএমএ ভোট দিবেন ভোটাররা।
শহরের ১৮ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ মোড়, কাচারি গলি, বাপ্পী চত্বর সহ বিভিন্ন এলাকায় প্রচারণায় হেভিওয়েট প্রার্থী দুজন।
সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়সহ হাতি প্রতীকে ভোট দেয়ার প্রার্থনা করেন তৈমূর আলম খন্দকার। বৃহস্পতিবার সকালে প্রচারণায় নেমে নারায়ণগঞ্জ নগরকে ক্লীন ও গ্রীণ সিটি হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। অভিযোগ করে বলেন, আচারণ বিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকে ভোট চাইছে সংসদ সদস্যরা।
একই দিন দুপুরে সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুঁড়ি এলাকায় প্রচারণায় নামেন আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, মুক্তিযোদ্ধা, নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের কাছে যাচ্ছি।
তবে ভোটারা জানান, যোগ্য ও উন্নয়নমূলক কাজের পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থানকারীদের নির্বাচিত করা হবো।
দুই প্রার্থী সঙ্গে গণসংযোগ করছেন কাউন্সিলরাও।