জমে উঠেছে বরিশালে ঈদের কেনাকাটা
- আপডেট সময় : ১১:১৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
শেষ মুহূর্তে জমে উঠেছে বরিশালে ঈদের কেনাকাটা। প্রতিবছরের মতো এবছরও সব চেয়ে বেশী বিক্রি হচ্ছে দেশীয় বিদেশি শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবি। দেশীয় বুটিকস, হাতে কাজ করা শাড়ি, থ্রি-পিস ও পাঞ্জাবির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করার মত।
ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবারের সদস্যদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছোট বড় বিভিন্ন দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। কেনাকাটার চাপ বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর চকবাজার এলাকায় রিকশাসহ সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। এতে পায়ে হেঁটে অনেকটা স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন ক্রেতারা।
নারী ক্রেতাদের কাছে ভারতীয় শাড়ির চাহিদা আগের মতোই। ছেলেদের পাঞ্জাবি ছাড়াও শার্ট, গেঞ্জি, জিন্স ও গ্যাবাডিং প্যান্টের বেচাকেনা বেশি এবার। তবে পোশাকসহ সকল পণ্যের দাম বেশি বলে দাবি ক্রেতা ও বিক্রেতাদের।
রোজা তারপরও কষ্ট করে ঈদ আনন্দ কেনাকাটার মধ্যে থেকেই প্রকাশ করছেন অনেকে।
নগরের পাশাপাশি আশেপাশের উপজেলাগুলোর হাট-বাজারে ঈদ কেনাকাটও বেশ জমজমাট।