জমে উঠেছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা
- আপডেট সময় : ০৫:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১৭৫৪ বার পড়া হয়েছে
আব্দুস সালাম, রংপুর
জমে উঠেছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা। মেয়র পদে নৌকা ও লাঙ্গল প্রতীকের প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। জাতীয় পার্টির প্রার্থী দাবি করছেন ভোটাররা তাকেই গুরুত্ব দিচ্ছেন বেশি। অন্যদিকে আওয়ামী লীগের প্রার্থী নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে প্রচারণা করছেন।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীরা এখন ব্যস্ত প্রচারণায়। ভোটারদের কাছে গিয়ে নিজের ও দলের পক্ষে প্রচার করছেন। এছাড়াও অন্য প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও উঠে আসছে তাদের কথাবার্তায়।
নগরীর সিটি বাজারে প্রচারণায় যান জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান দাবি করেন, তাঁর দলের গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।
আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। প্রচারণায় যান নগরের মাহীগঞ্জ ডিমলা মোড়ে। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় শেষে বলেন, পরীক্ষিত কর্মী হিসেবে তাকেই মূল্যায়ন করবেন ভোটাররা।
২৭ ডিসেম্বর রংপুর সিটির ভোটগ্রহণ হবে ইভিএমে। তবে এই যান্ত্রিক ভোটাধিকার নিয়ে সংশয়ে আছেন বয়স্ক ভোটাররা।