জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতীয় ভূখণ্ডের বাইরে রেখে মানচিত্র প্রকাশ টুইটারের
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতীয় ভূখণ্ডের বাইরে রেখে মানচিত্র প্রকাশ করেছে মাইক্রোব্লগিং সাইট- টুইটার। এ নিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের সঙ্গে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে।
এ ঘটনায় টুইটারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা ভাবছে মোদী সরকার। টুইটারের ‘টুইপ লাইফ’ বিভাগে ভারতের যে মানচিত্র রয়েছে, তাকে ঘিরেই নতুন করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। ওই মানচিত্রে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর এবং লাদাখকে ভারতের বাইরে দেখানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।