জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পাওয়ার মাধ্যমে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেলেন জো বাইডেন
- আপডেট সময় : ০২:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
জর্জিয়া অঙ্গরাজ্যে জয় পাওয়ার মাধ্যমে ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেলেন জো বাইডেন। অন্যদিকে নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে জয় পেয়ে ডোনাল্ড ট্রাম্পের ঝুলিতে পড়েছে ২৩২টি ভোট।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সব অঙ্গরাজ্যের ফল ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকালে ঘোষিত এই ফলাফলে দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নিজের অবস্থানকে শক্ত করেছেন। অন্যদিকে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২ ইলেকটোরাল ভোট। এটি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক উল্টো ফলাফল। ওই বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৩০৬ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। সদ্য অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের আভাস পাওয়ার পর এক রকম লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক সপ্তাহ পর শুক্রবার করোনা ভাইরাস নিয়ে বক্তৃতা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তার প্রশাসন কোনো অবস্থাতেই লকডাউন দেবে না। এসময় তিনি নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার বিষয়ে কোন কথা বলেননি।