জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন জো বাইডেন
- আপডেট সময় : ০৭:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ এপ্রিল ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় বিশেষ গুরুত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্বের সব দেশকে সঙ্গে নিয়ে এ ঝুঁকি মোকাবিলা করতে চায় যুক্তরাষ্ট্র। শুক্রবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এ কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর নেতৃত্বে শক্তিশালী অবদান রাখায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ স্বীকৃতি দেবার কথাও জানান জন কেরি। এসময় তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর জো বাইডেন প্রশাসন চাপ অব্যাহত রেখেছে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি কয়েক ঘন্টার সফরে ঢাকায় আসেন শুক্রবার সকালে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড একে আব্দুল মোমেন ও পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন।
কেরির সফর উদ্দেশ্য আগামী ২২ ও ২৩ এপ্রিল জলবায়ু বিষয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো। যেখানে অংশ নেবেন বিশ্বের শক্তিশালী অর্থনীতির এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ৪০টি দেশ। রোহিঙ্গা সংকট নিয়ে এ প্রশ্নের জবাবে জন কেরি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র খুঁজছে স্থায়ী সমাধান।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার রক্ষায় নেতৃত্ব দেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেই সম্মেলনে বিশেষ স্বীকৃতি দিতে চায় যুক্তরাষ্ট্র। বিকেলে গণবভবণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ আনুষ্ঠানিকভাবে পৌছেঁ দেন জন কেরি। জানান, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে, তাতে কৃতজ্ঞ যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট জো বাইডেন। সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন মার্কিন প্রেসিডেন্টের এ বিশেষ দূত জন কেরি।